পাঁচশ কোটি টাকার বন্ড ইস্যু করবে ইসলামী ব্যাংক

মূলধনভিত্তি শক্তিশালী করতে বাজারে বন্ড ইস্যু করে ৫শ কোটি টাকা সংগ্রহ করবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আজ সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, প্রস্তাবিত বন্ডের মেয়াদ হবে সাত বছর। এই সময়ের মধ্যে বন্ডটির অবসায়ন ঘটবে। এটি হবে রূপান্তর অযোগ্য। অর্থাৎ বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। এটি হবে শরীয়াহভিত্তিক বন্ড। অর্থাৎ এই বন্ডের বিপরীতে কোনো সুদ দেওয়া হবে না। বরং মুদারাবা নীতিমালার ভিত্তিতে বন্ডের বিপরীতে মুনাফা দেওয়া হবে।

সুত্র:  অর্থসূচক