পাকিস্তানেই লুকিয়ে আল-কায়দার জাওয়াহিরি

আজকেরবাজার ডেস্ক: সন্ত্রাসবাদের আঁতুরঘর হয়ে উঠেছে পকিস্তান৷ আল কায়দা থেকে শুরু করে ইসলামিক স্টেট৷ সমস্ত জেহাদি সংগঠনগুলিকে মদদ যুগিয়ে চলেছে পাক আর্মি ও কুখ্যাত গুপ্তচর সংস্থা আইএসআই৷ যদিও ক্রমাগত নিজেকে নির্দোষ বলে দাবি করে ইসলামাবাদ৷

সম্প্রতি এক মার্কিন পত্রিকা প্রকাশ করেছে এক ভয়ানক সব তথ্য৷ ওই পত্রিকার দাবি, পাকিস্তানেই লুকিয়ে আছে আল কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরি৷সেখান থেকেই নাকি ওই জঙ্গিনেতা আমেরিকার মাটিতে ভয়ানক জঙ্গি হামলার পরিকল্পনা করছে৷ জাওয়াহিরিকে পাকিস্তানে আইএসআই ও পাক সেনা আশ্রয় দিয়েছে বলেও দাবি করেছে ‘নিউসউইক’ নামের ওই পত্রিকাটি৷ সংবাদ মাধ্যমটি বলছে শুধু আল কায়দা প্রধানই নয়৷পাক সেনা ও আইএসআই-র মদদে ওই দেশে আত্মগোপন করে আছে সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন৷পত্রিকাটির দাবি এক শীর্ষ পাক আধিকারিক এই খবর জানিয়েছেন৷

প্রকাশিত সংবাদে আরও দাবি করা হয়েছে, ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন হামলার সময় থেকেই জাওয়াহিরিকে সুরক্ষা দিচ্ছে আইএসআই৷ইতিমধ্যে বেশ কয়েকবার ড্রোন হামলা থেকে অল্পের জন্য রেহাই পেয়েছে ওই জঙ্গি নেতা৷আমেরিকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে এক ‘গুরুত্বপূর্ণ’ ‘সহযোগী’ পকিস্তান৷তবে সন্ত্রাস বানিয়ে পাকিস্তানের দ্বিচারিতায় ক্ষুব্ধ হোয়াইট হাউস ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদকে৷
সূত্র:সংবাদপ্রতিদিন,কলকাতা
আজকেরবাজার:এলকে/এলকে/২৩ এপ্রিল,২০১৭