পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গি হামলায় ৪ পুলিশ নিহত

পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে মঙ্গলবার জঙ্গিদের সাথে বন্দুকযুদ্ধে চার পুলিশ সদস্য নিহত হয়েছে।
এর কয়েক ঘন্টা আগে এ প্রদেশের রাজধানীতে বোমা বিস্ফোরণে চারজন নিহত হয়েছে।
পুলিশ সূত্রে বলা হয়েছে, কুচলাকে পাকিস্তান তালেবান জঙ্গিরা ভোরে টহলরত পুলিশদের লক্ষ্য করে হামলা চালায়।
স্থানীয় সিনিয়র পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জুহাইব বলেছেন, পুলিশ দল লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায়। এতে চার পুলিশ নিহত হয়। পুলিশের পাল্টা গুলিতে এক জঙ্গিও প্রাণ হারায়।
সন্ত্রাস দমন বিভাগের কর্মকর্তা আইজাজ গোরাইয়া বলেছেন, এসব জঙ্গি তেহেরিক-ই-তালেবান পাকিস্তানের সদস্য। এরা আফগান তালেবান থেকে পৃথক। কিন্তু উভয়গ্রুপ আদর্শগতভাবে এক।
এদিকে সোমবার কোয়েটায় মোটরসাইকেল বোমা বিস্ফোরণে দুই পুলিশ ও দুই বেসামরিক লোক নিহত হয়েছে।
বেলুচিস্তান লিবারেশন আর্মি এ হামলার দায় স্বীকার করেছে।