পাবনায় ঈদে মুজিববর্ষের ঘর পাচ্ছে ৩৭৩ পরিবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে আসন্ন ঈদুল ফিতরে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে জেলার ৩৭৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।

আজ শনিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।

জেলা প্রশাসক জানান, ৩য় পর্যায়ে ঈদ উপহার হিসেবে আগামী ২৬ এপ্রিল সারাদেশে গৃহ হস্তাস্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে পাবনার ৯ উপজেলা ৩৭৩ টি ঘর হস্তান্তর করা হবে। পাবনায় মোট ৬৫৪টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে। অবশিষ্ট ঘরগুলোর জুনের মধ্যেই সম্পন্ন হবে।

তিনি জানান, এর আগে পাবনায় দুইপর্বে একহাজার ৪২৩ টি ঘর হস্তান্তর করা হয়েছে। উদ্বোধনের ২দিন আগে ঘরে দখল দেয়া হবে। প্রতিটি ঘর বাবদ খরচ হয়েছে দুইলাখ ৬০ হাজার টাকা। বিদুৎ, রাস্তা, স্যানেটারী, পানিসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান ও সম্পাদক সৈকত আফরোজা আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান