পার্লামেন্টারি বোর্ডের সভা ডেকেছে বিএনপি

আসন্ন ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করবে বিএনপির পার্লামেন্টারি বোর্ড।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ডেইলি বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, তিন আসনের জন্য বিএনপি থেকে মোট ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম রবি একক প্রার্থী হিসেবে ফরম কিনেছেন। বাগেরহাট-৪ আসনে ফরম সংগ্রহ করেছেন মোট ৪ জন। আর গাইবান্ধা-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী আছেন ৩ জন।

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের আওয়ামী লীগের এমপি ডা. ইউনুস আলী সরকার গত ২৭ ডিসেম্বর মারা যান। গত ১০ জানুয়ারি মারা যান বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন।

আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মনোনয়নে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কারণে গত ২৯ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে ঢাকা-১০ আসনের এমপি পদ ছাড়েন শেখ ফজলে নূর তাপস।

আজকের বাজার/এমএইচ