পিপিই এবং কিট বিতরণ শুরু করেছে বিআইপিপিএ

বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশন (বিআইপিপিএ) এবং কনফিডেন্স গ্রুপ যৌথভাবে চিকিৎসক ও পুলিশ বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে করোনাভাইরাস পরীক্ষার কিট এবং ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) বিতরণ শুরু করেছে।

সোমবার (২ মার্চ ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং বিআইপিপিএ সভাপতি ও কনফিডেন্স গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ইমরান করিম স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে ২০০০ পিস পিপিই হস্তান্তর করেন।

পরে নসরুল হামিদ ও ইমরান করিম বিআইপিপিএ এবং কনফিডেন্স গ্রুপের উদ্যোগ সম্পের্ক অবহিত করতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সাথে সাক্ষাৎ করেন।

বিআইপিপিএ এবং কনফিডেন্স গ্রুপ জানিয়েছে, প্রাথমিকভাবে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৪ হাজার পিপিই বিতরণ করেছে।

বিভিন্ন সংস্থা এবং সাংবাদিকদেরও ৫০ হাজার টেস্টিং কিট এবং ৫০ হাজার পিপিই দেয়ার বিষয়ে নিজেদের পরিকল্পনার কথা জানায় তারা। সূত্র – ইউএনবি

আজকের বাজার / এ.এ