পিরোজপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

জেলার ভান্ডারিয়ায় যুবক সাকিল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন ও দুজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে আসামিদের ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান এ আদেশ দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সোহেল রানা, মিলন ঘরামী, মাসুম বিল্লাহ ও আল-আমিন। পাঁচ বছর দণ্ডপ্রাপ্তরা হলেন- হিরু ও লিটন।

নিহত সাকিল (২০) ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া সদর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন জানান, ২০১৪ সালের ৯ মার্চ রাতে আসামিরা ফোন করে সাকিলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তার মোটরসাইকেল চুরির জন্য তাকে উপজেলার শিংখালী গ্রামের একটি ধান খেতে নিয়ে গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায় আসামিরা।

এ ঘটনায় সাকিলের মা আলেয়া বেগম বাদী হয়ে পরদিন ভান্ডারিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।