পুঁজিবাজারে আজও নিম্নচাপ

দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার ১৯ এপ্রিল মূল্য সূচকের নিম্নচাপের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে অধিকাংশেরই দর কমেছে।

এদিন ডিএসইতে ৬৮৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত দিনের  তুলনায় ২১ কোটি ৫৩ লাখ টাকা কম। মঙ্গলবার ডিএসইতে ৭০৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বুধবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৬ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৫ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ৫৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ২৩১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার।

আজকের বাজার রিপোর্ট:আরআর/১৯.০৪.২০১৭