পূবালী ব্যাংক স্পট মার্কেটে যাচ্ছে কাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের শেয়ার রেকর্ড ডেটের আগে আগামীকাল সোমবার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। যা চলবে ৪ এপ্রিল, মঙ্গলবার পর্যন্ত।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ এপ্রিল বুধবার। রেকর্ড ডেটের দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর অংশ হিসেবেই স্পট মার্কটে কোম্পানিটির শেয়ার লেনদেন হবে।

৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরে পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ৫ শতাংশ নগদ, আর ৮ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির এককভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ১ টাকা ৫২ পয়সা। আর সমন্বিত ইপিএস হয় ১ টাকা ৫৮ পয়সা।

এসময়ে কোম্পানিটির এককভাবে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয় ২৮ টাকা ৫৬ পয়সা। আর সমন্বিত এনএভি হয় ২৭ টাকা ৮৫ পয়সা। ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।