পেরুতে করোনায় মৃত্যু ১৩ হাজার ছাড়িয়েছে

পেরুতে রোববার করোনায় মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। এদিকে লকডাউন শিথিলের অংশ হিসেবে রেঁস্তোরা পুনরায় খুলে দেয়ার একদিন আগে মৃতের এ সংখ্যা জানা গেল।
মন্ত্রণালয়ের প্রতিদিনকার হিসেবে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো ১৮৯ জন মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৮৭ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯০ জন । এ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫৩ হাজার ৫৯০ জন।
ল্যাটিন আমেরিকায় ব্রাজিলের পরেই পেরুতে করোনার আঘাত সবচেয়ে বেশি। রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোর হিমশিম খেতে হচ্ছে। এছাড়া স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা সরঞ্জামসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর অভাবে ভুগছেন।
তাই প্রেসিডেন্ট মার্টিন ভিজকারার আরেকুইপা নগরীর একটি হাসপাতাল পরিদর্শনে গেলে সেখানকার ডাক্তার ও নার্সরা বিক্ষোভ করেন।
এদিকে রাজধানী লিমাসহ দেশের যে ২৫টি এলাকায় কোয়ারেন্টিন বাধ্যতামূলক ছিল ১ জুলাই থেকে তা প্রত্যাহার করা হয়। এছাড়া অর্থনৈতিক কর্মকান্ড সচল করতে সোমবার থেকে রেঁস্তেরাসমূহ আংশিক খোলার উদ্যোগ নেয়া হয়েছে।