পেরুতে খনি দুর্ঘটনায় নিহত ২৭ জনের লাশ উদ্ধার

পেরুর দক্ষিণাঞ্চলীয় একটি স্বর্ণ খনিতে ভয়াবহ অগ্নিকা-ের পর পুলিশ ২৭ জনের মরদেহ উদ্ধার করেছে। সোমবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, পেরুর ইয়ানাকুইহুয়া শহরের ওই স্বর্ণ খনিতে বৈদ্যূতিক শর্ট সার্কিটের কারণে ভয়াবহ বিস্ফোরণের পর ২৭ কর্মীর মৃত্যু হয়। বিস্ফোরণে খনির ভিতরে আগুন ধরে গেলে তারা প্রাণ হারায়।
ঘটনাটি সাম্প্রতিক বছরগুলোতে পেরুর সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা গুলোর অন্যতম।
ইয়ানাকুইহুয়া মেয়র জেমস ক্যাসকুইনো আরপিপি বেতার কেন্দ্রকে বলেন, ‘আমরা ২৭ শ্রমিকের লাশ উদ্ধার করতে পেরেছি। রাত ১টার দিকে সেখানে উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে।’
ক্যাসিকুইনো বলেন, লাশগুলো আঞ্চলিক রাজধানী আরেকুইপা শহরের মর্গে নেওয়া হয়েছে।
শনিবার এ আগুন ছড়িয়ে পড়লেও লা এস্পেরাঞ্জা খনি-১ এর ভিতরে বিষাক্ত গ্যাসের উৎপত্তি হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়।
উদ্ধারকারী দল রোববার প্রথম ১২ জনের মরদেহ উদ্ধার করে।
খবরে বলা হয়, সেখানে আর কেউ জীবিত নেই।
খনি শ্রমিকদের বেশিরভাগই পেরুর দক্ষিণাঞ্চলীয় আন্দিয়ানের কুসকো ও পুনো এলাকার বাসিন্দা।
খনি ও জ্বালানি মন্ত্রণালয় জানায়, গত বছর পেরুতে খনি দুর্ঘটনায় ৩৯ জন প্রাণ হারিয়েছে।