প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালিক-শ্রমিক সম্পর্ক হৃদ্যতাপূর্ণ করেছেন : ইকবালুর রহিম

জাতীয় সংসদে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের অধিকার নিশ্চিত করে মালিক-শ্রমিক সম্পর্ক হৃদ্যতাপূর্ণ করেছেন। আজ মহান মে দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এ কথা বলেন।

তিনি বলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শ্রমিকদের অধিকার আদায় নিশ্চিতসহ সকল ধরনের সহযোগিতায় দিয়ে আসছেন। যে কোন দুর্যোগ মোকাবেলায় সরকার সবধরনের সহযোগিতার সুুযোগ নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল বাশার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, জেলা মটরপরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, জেলা বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শামীম শেখ, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান প্রমূখ। এর আগে মহান মে দিবস উপলক্ষে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে ইকবালুর রহিম এমপির নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান