প্রেসিডেন্ট হতে আনুষ্ঠানিকভাবে পর্যাপ্ত ‘ইলেক্টর’ পেলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে আনুষ্ঠানিকভাবে পর্যাপ্ত সংখ্যক ‘ইলেক্টর’ বা নির্বাচক পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচনে নিরীক্ষা শেষে বাইডেনকে ভোট দেয়ার জন্য ৫৫ ইলেক্টরকে অনুমোদন দিয়েছে ক্যালিফোর্নিয়া।

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করতে এ ৫৫ ইলেক্টর আগামী ১৪ ডিসেম্বর দেশের অন্যান্য রাজ্যের নির্বাচিত ইলেক্টরদের সাথে ভোট প্রদান করবেন।

বাইডেনকে জয়ের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন ক্যালিফোর্নিয়ার সেক্রেটারি অব স্টেট অ্যালেক্স প্যাডিলা।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক সমীক্ষায় বলা হয়েছে, অ্যালেক্স প্যাডিলার এ অনুমোদনের পর বাইডেনের ইলেক্টোরাল ভোটের সংখ্যা পৌঁছেছে ২৭৯টি, যা দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল ভোটের চেয়ে বেশি।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ভর করে মোট ৫৩৮ ‘ইলেক্টর’ বা নির্বাচকের ভোটের ওপর।

নিয়ম অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন বাইডেন। সে উপলক্ষ্যে চলছে জোর প্রস্তুতি। ইতোমধ্যে প্রশাসনের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদের জন্য নির্বাচিত কর্মকর্তার নাম ঘোষণা করেছেন তিনি।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মানতে অস্বীকৃতি জানালেও, ইলেক্টোরাল ভোটের মাধ্যমে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হলে হোয়াইট হাউস ছাড়বেন বলে সম্প্রতি সাংবাদিকদের জানিয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।