প্রয়োজন হলে চীনের মতো হাসপাতাল বানানো হবে: অর্থমন্ত্রী

করোনা ভাইরাস মোকাবিলায় চীনের মতো যদি হাসপাতালের প্রয়োজন হয় তাহলে বানানো হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আর সেলক্ষ্যে আমার বিশ্বাস প্রধানমন্ত্রী অর্থায়ন করতে কখনো না করবেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (১৮ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ক্রয় সংক্রান্ত’ বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, করোনা ভাইরাস নিয়ে সারাবিশ্ব বিপদে আছে। সম্মিলিতভাবে কীভাবে মোকাবিলা করা যায় সেই চেষ্টা চলছে। কি করলে দেশকে ও জাতিকে মুক্ত রাখতে পারি সেলক্ষ্যে কাজ করছে সরকার। আমাদের অর্থের কোনো সমস্যা নেই। আমরা আর্থিকভাবে সক্ষম আছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যদি কোনো উদ্যোগ গ্রহণ করে বা সাহায্যের প্রয়োজন হয় আমাদের জানালে আমরা যথা সম্ভব সহায়তা করবো।

মন্ত্রী আরো বলেন,  সেই ভাইরাস থেকে মুক্ত আছি বলতে পারব না। সংক্রমণ যেন কম রাখা যায় সে কাজটি করতে হবে। আমাদের এখন অভিজ্ঞতা রয়েছে। চায়না (চীন) যখন শুরু করেছিল তাদের অভিজ্ঞতা ছিল না। সবাই সবার জায়গা থেকে বলতে হবে কীভাবে সবাই মুক্ত থাকতে পারব। এটি সবার দায়িত্ব।

আজকের বাজার/শারমিন আক্তার