ফলাফলে বিস্মিত নই:শিক্ষামন্ত্রী

২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ কমায় বিস্মিত নন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী বলেন, ‘হঠাৎ করে শুনলে (পাসের হার ও জিপিএ-৫ কমে যাওয়া) কেউ বিস্মিত হতে পারে। কিন্তু আমরা বিস্মিত হইনি। আমরা প্রস্তুত ছিলাম যে, সেই রকম মূল্যায়ন করি যদি তবে অনেকে ফাঁকি দিতে পারবেন না। অনুমান করে নম্বর দিয়ে দেবেন বা বেশি দিয়ে দিবেন এটার সুযোগ নেই।’
বৃহস্পতিবার এসএসসির ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার পর তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সমমানের খাতা দেখা, এক্ষেত্রে তিন বছর ধরে প্রস্তুতি নিয়ে প্র্যাকটিস করে বাস্তবে প্রয়োগ করলাম তাতে ফলাফলের ওপর কিছুটা প্রভাবে পড়েছে। পাস করেছে কিছুটা কম, পাস করার হারও কম। কিন্তু একটা এটা আমরা একটা নিয়মের মধ্যে বা একটা মানের মধ্যে নিয়ে আসতে পেরেছি। খাতা দেখার ক্ষেত্রে এখন আর কোন ছাত্রছাত্রী বঞ্চিত হবে না। কেউ বেশিও পেয়ে যাবে না কমও পেয়ে যাবে না। শিক্ষকদেরও ফাঁকি দেওয়ার সুযোগ নেই।’

‘তিন বছরের প্রচেষ্টার ফলাফল এই যে সঠিকভাবে মূল্যায়ন করে খাতা দেখে আমরা ফলাফল আনতে পারছি’ বলেন শিক্ষামন্ত্রী।
এবারই প্রথম মডেল উত্তরপত্রের ভিত্তিতে এসএসসি পরীক্ষার খাতা ম্ল্যূায়ন করা হয়েছে। এ জন্য পরীক্ষকদের মডেল উত্তরের সঙ্গে কোনো ধরনের উত্তরের সঙ্গে কত নম্বর দেওয়া যাবে সেই ধরনের একটি নির্দেশনাও (মার্কিং স্কিম) সরবরাহ করা হয়েছিল বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল।

আজকের বাজার:এলকে/ এলকে/৪ মে,২০১৭