ফলো-অন এড়াতে লড়ছে বাংলাদেশ

ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফলো-অন এড়াতে লড়ছে স্বাগতিক বাংলাদেশ।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৪০৯ রানের জবাবে তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৬ উইকেটে ১৮১ রান করেছে বাংলাদেশ। ফলো-অন এড়াতে আরও ২৯ রান করতে হবে টাইগারদের। সব মিলিয়ে এখনো ২২৮ রানে পিছিয়ে মোমিনুলের দল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১০৫ রান করেছিলো বাংলাদেশ। আজ প্রথম সেশনে আরও ২ উইকেট হারিয়ে ৭৬ রান যোগ করে টাইগাররা।
মুশফিকুর রহিম ২৭ ও মোহাম্মদ মিঠুন ৬ রান নিয়ে দিন শুরু করেন। টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফ-সেঞ্চুরি তুলে ৫৪ রানে আউট হন মুশফিক। ১০৫ বল খেলে ৭টি চার মারেন তিনি। ৮৬ বলে ১৫ রান করে আউট হন মিঠুন। মুশফিক-মিঠুনের উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রাকিম কর্নওয়াল।
মুশফিক-মিঠুনের আউটের পর জুটি বেঁধে বিরতিতে যান লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। লিটন ২৩ ও মিরাজ ১১ রানে অপরাজিত আছেন।
ওয়েস্ট ইন্ডিজের কর্নওয়াল ৩টি, শ্যানন গাব্রিয়েল ২টি ও আলজারি জোসেফ ১টি উইকেট নিয়েছেন।