ফিজিতে সংক্রমণ বৃদ্ধি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপসমূহের জন্য সতর্কবার্তা: রেডক্রস

ফিজিতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রেডক্রস একে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপসমূহের জন্য ‘সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করেছে।
সংস্থাটি বুধবার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপসমূহে টিকাদান কর্মসূচি জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে।
ফিজিতে এপ্রিলে করোনার দ্বিতীয় দফা সংক্রমণ শুরুর পর গত নয়দিনে রোগীর সংখ্যা দ্বিগুণে দাঁড়িয়েছে। ফিজির বৃহত্তম দুটি হাসপাতালকে পুরোপুরি কোভিড-১৯ চিকিৎসা কেন্দ্রে রূপান্তর করা হয়েছে।
রেডক্রস প্যাসিফিক প্রধান কেটি গ্রিনউড বলেছেন, পরিস্থিতি তীব্রভাবে সতর্কবার্তা দিচ্ছে যে জরুরিভাবে টিকা কর্মসূচি জোরদার করা উচিত।
ফিজির নয় লাখ ৩০ হাজার জনসংখ্যার মাত্র এক শতাংশকে টিকার আওতায় আনা হয়েছে।
ফিজি তার সীমান্ত বন্ধ রেখে গত এক বছর সংক্রমণ ঠেকানোর চেষ্টা করে এসেছে। কিন্তু সম্প্রতি করোনার উদ্বেগজনক ভরতীয় ডেল্টা ধরন দেশটিতে ছড়িয়ে পড়েছে।
ফিজিতে মঙ্গলবার পর্যন্ত দুই হাজার দুশো জন করোনায় আক্রান্ত হয়েছে। সর্বশেষ প্রার্দুভাবে মারা গেছে সাত জন।