ফিলিপাইনে সৈন্যদের সাথে সংঘর্ষে সন্দেহভাজন জঙ্গি নিহত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মাগুইন্দানাও দেল সুর প্রদেশে দেশটির সৈন্যদের সাথে সংঘর্ষে এক সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। বোরবার ফিলিপাইনের সেনাবাহিনী এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
এক প্রতিবেদনে সেনাবাহিনী বলেছে, শনিবার ভোরে দাতু সালিবো শহরের এক এলাকায় সৈন্যদের সাথে সংঘর্ষে কথিত বঙ্গসামোরো ইসলামিক ফ্রিডম ফাইটারস (বিআইএফএফ) এর এক জঙ্গি প্রাণ হারায়।
গোপন সূত্রে ওই এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে তারা সেখানে অভিযান চালায়। এ সময় জঙ্গিদের সাথে সৈন্যদের পাঁচ মিনিট ধরে সংঘর্ষ হয়।
প্রতিবেদনে বলা হয়, সৈন্যরা সংঘর্ষের স্থান থেকে একটি ৪৫ ক্যালিবার পিস্তল এবং বিস্ফোরক উদ্ধার করেছে।
ইসলামিক স্টেট গ্রুপের সাথে যুক্ত একটি ছোট সশস্ত্র গ্রুপ বিআইএফএফ’কে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মধ্য মিন্দানাও অঞ্চলে বোমা হামলা এবং অন্যান্য নৃশংসতার জন্য দায়ী করা হয়ে থাকে।
২০১৪ সালে সরকারের সাথে একটি শান্তি চুক্তি করার পর গ্রুপটি মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট থেকে বেরিয়ে যায়। (বাসস ডেস্ক)