ফ্রান্সের কমিকস ফেস্টে সেরা অ্যালবাম পুরস্কার পেয়েছে ব্রাজিলিয়ান আর্টিস্ট মার্সিলো

ফ্রান্সের অ্যাঙ্গুলিমি কমিকস বুকস উৎসবে শনিবার ব্রাজিলিয়ান কমিকস বুক আর্টিস্ট মার্সিলো কুইন্টানিলহা তার “লিসেন, প্রিটি মার্সিয়া” (শোন, সুন্দর মার্সিয়া) বইয়ের জন্য সেরা অ্যালবামের পুরস্কার জিতেছেন।

রিও’র কাছে ফাবেলায় বসবাসকারী এক মায়ের জীবনযাপনের গল্প বলা হয়েছে এই বইয়ে, যার মেয়ে অপরাধী চক্রের হিংস্রতার শিকার হয়েছে। গত সেপ্টেম্বরে বইটি প্রকাশিত হয়েছে।

মার্সিলো কুইন্টানিলহা ১৯৭১ সালে জন্মগ্রহন করেন, তিনি একজন স্বশিক্ষিত শিল্পী, তার প্রথম বইটি প্রকাশিত হয় ১৯৯৯ সালে, বইটি তার বাবার জীবনের ওপর ভিত্তি রচিত হয়। তার বাবা ১৯৫০ এর দশকে একজন পেশাদার ফুটবলার ছিলেন। ২০০২ সাল থেকে মার্সিলো স্পেনের বার্সেলোনায় অবস্থান করছেন।

২০১৬ সালে তিনি সেরা থ্রিলার টুংস্টেন এর জন্য অ্যাঙ্গুলেম পুরস্কার জিতেছিলেন, পরবর্তীকালে এটি নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান