ফ্রান্সে ভাইরাসে আরো ৫২ জনের মৃত্যু

ফ্রান্সে শুক্রবার ২৪ ঘন্টায় আরো ৫২ জনের মৃত্যুর কথা জানা গেছে। তবে, সেখানে মহামারীর পুনরায় বৃদ্ধির কোনো লক্ষণ না থাকায় আগামী সপ্তাহ থেকে বিধিনিষেধ শিথিলের প্রস্তুতি চলছে। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ফ্রান্সে মহামারীতে এ পর্যন্ত মোট ২৮ হাজার ৭১৪ জনের মৃত্যু হয়েছে। তবে গত কদিনের তুলনায় মৃতের সংখ্যা অনেকটাই কম।
মহামারী শীর্ষে থাকাকালিন যে ৭ হাজারেরও বেশি ইন্টেনসিভ কেয়ারে ভর্তি থাকা রোগীর ৬৮ জন কমে যাওয়ায় সেখানে এখন রোগীর সংখ্যা ১ হাজার ৩৬১ জনে পৌঁছেছে।
মঙ্গলবার থেকে দেশটির চারপাশের কয়েকটি ক্যাফে, রেস্তোরাঁর ওপর থেকে বিধিনিষেধ শিথিল করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্যারিসে এখনো ভাইরাস নিয়ে উদ্বেগ রয়েছে। সেখানে কিছু কিছু ক্যাফে, রেস্তোরাঁর ওপর থেকে বিধিনিষেধ শিথিল করা হোলেও কেবলমাত্র সেগুলোর বাইরের চত্বর খোলার অনুমতি দেয়া হবে।
তবে মন্ত্রণালয় আরো জানায়, সেখানে মহামারীর পুনরুত্থানের কোনো নমুনা দেখা যাচ্ছে না।