ফ্ল্যাট ও প্লট নিবন্ধন ব্যয় ৭ শতাংশ করার দাবি

২০১৮-২০১৯ অর্থবছরের জাতীয় বাজেটে ফ্ল্যাট ও প্লট নিবন্ধন ব্যয় ১৫ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করার দাবি জানিয়েছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

সোমবার (২১ মে) বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে সাক্ষাৎ করে এ দাবি  সংগঠনটির প্রতিনিধিরা।

এসময় মন্ত্রী রিহ্যাব নেতৃবৃন্দের দাবি মনোযোগ দিয়ে শুনেন। সেই সঙ্গে আগামী বাজেটে সংগঠনটির দাবি-দাওয়ার বেশ কিছুর প্রতিফলন থাকবে আশ্বাস দেন।

প্রতিনিধি ছিলেন,  সংগঠনটির সভাপতি আলমগীর শামসুল আলামিন, রিহ্যাব-এর সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী চৌধুরী (শাওন), সহ-সভাপতি লিয়াকত আলী ভূইয়া এবং সহ-সভাপতি মোঃ আব্দুল কৈয়ূম চৌধুরী।

প্রতিনিধিরা আবাসন খাতের উন্নয়নে রেজিষ্ট্রেশন ফি, ষ্ট্যাম্প ডিউটি, গেইন ট্যাক্স ইত্যাদি বিদ্যমান হার হ্রাস করে মাত্র ৩.৫% হারে দ্বিতীয় বার ফ্ল্যাট/প্লট ক্রয়-বিক্রয় এর ব্যবস্থা করা, অর্থাৎ আবাসন সেক্টরে সেকেন্ডারি বাজার ব্যবস্থা গড়ে তোলার জন্যও দাবি জানান।

রাসেল/