বঙ্গবন্ধু সেতুর উপর বাস-ট্রাক্টর সংঘর্ষে দু’জন নিহত

বঙ্গবন্ধু সেতুর উপর আজ রোববার ভোর রাতে বাস ও মাহিন্দ্রা ট্রাক্টরের সংঘর্ষে দুজন নিহত এবং ৮ জন আহত হয়েছে। মৃতরা হলো-নীলফামারীর ডিমলা উপজেলার গোয়াবাড়ী গ্রামের মফিজুলের ছেলে মজনু সেখ (৩৩) ও একই গ্রামের রমজানের ছেলে নজরুল ইসলাম (৩৫)।
বঙ্গবন্ধু সেতু থানার অফিসার ইনচার্জ মো. মোসাদ্দেক হোসেন জানান, সেতুর ১৮নং পিলারের কাছে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি মাহিন্দ্রা ট্রাক্টরকে পিছন থেকে শ্যামলী পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে যায় এবং ট্রাক্টরটিতে আগুন ধরে যায়। এসময় ট্রাক্টরটির উপরে থাকা ২জন শ্রমিক নীচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় এবং ৮জন শ্রমিক আহত হয়। সংবাদ পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করেন। তিনি আরো জানান, দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘন্টা যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবহান সরানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নিহতের মরদহে হাসপাতাল মর্গে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।