বস্ত্র পরিদপ্তর বস্ত্র অধিদপ্তরে উন্নীত

বস্ত্র শিল্পের উন্নয়ন, সম্প্রসারণ ও বিকাশে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্রপরিদপ্তরকে বস্ত্র অধিদপ্তরে উন্নীত করেছে সরকার। গতকাল বুধবার বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের ব্যয় নিয়ন্ত্রণ শাখা, অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয় অধিশাখার অনুমোদনক্রমে বস্ত্র পরিদপ্তরকে বস্ত্র অধিদপ্তরে উন্নীত হয়।

অধিদপ্তরে রূপান্তরের ফলে মহাপরিচালকের ১টি পদ ও পরিচালকের ৩টি পদসহ মোট ৮৩টি নতুন পদের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া নতুন ৩টি জেলা নারায়নগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে নতুন শাখা অফিস খোলা হবে। এর ফলে বিকেন্দ্রীয়করণের মাধ্যমে বস্ত্র অধিদপ্তরের কাজের গতি আসবে । এর ফলে পোষক কর্তৃপক্ষের কাজ দ্রুত হবে, দক্ষ জনবল তৈরীর কাজ বৃদ্ধি পাবে।

আজকের বাজার : এলকে ২৮ ডিসেম্বর ২০১৭