বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে আনার সময় এসেছে

দেশের পুঁজিবাজার এখন আর ফাটকাবাজার নয় উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশের অভ্যন্তরে ব্যবসা পরিচালনাকারী বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার সময় এসেছে।

আজ শনিবার, ১৩ মে সচিবালয়ে অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রতিনিধি দলের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি। অর্থমন্ত্রী আরও বলেন, দেশের অভ্যন্তরে ব্যবসা পরিচালনাকারী বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্তির বিষয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে। সেগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্তির সময় এসেছে।

মুহিত বলেন, ২০১০ সালে ধসের পর অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে আমাদের দেশের পুঁজিবাজার। এখন বাজার অনেকটা স্থিতিশীল। বর্তমান পরিস্থিতিতে বহুজাতিক এবং রাষ্ট্রয়াত্ত্ব কোম্পানিগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্তির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবো।

আজকের বাজার:এলকে/এলকে/১৩ মে,২০১৭