বাংলাদেশের উন্নয়নে সৌদি আরবের সার্বিক সহযোগিতা কামনা স্পিকারের

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের উন্নয়নে সৌদি আরবের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
তাঁর সাথে আজ সংসদ ভবনে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাআলান সাক্ষাত করলে স্পিকার এ সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তাঁরা দু’দেশের সংসদীয় সম্পর্ক, সংসদীয় মৈত্রীগ্রুপ, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, সৌদি আরব বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। বাংলাদেশ থেকে অধিক সংখ্যক দক্ষ কর্মীর জন্য সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি একটি প্রশংসনীয় উদ্যোগ।
সৌদি আরবের রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাআলান বাংলাদেশ-সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য স্পিকারকে আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন।
এসময় রাষ্ট্রদূত বলেন, দু’দেশের সংসদ ও জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।