বাংলাদেশের সক্ষমতা বেড়েছে: বিশ্বব্যাংক

প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের সক্ষমতা বেড়েছে। তাই চলমান ৩ বছরে বাংলাদেশকে ৪.৪ বিলিয়ণ ডলার ঋণ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা সফররত বিশ্ব ব্যাংক ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন ।

মঙ্গলবার ১৬ জানুয়ারি বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

অ্যানেট ডিক্সন বলেন, বৈঠকে বাংলাদেশের অর্থনীতি, বিশ্বব্যাংকের দেওয়া সাপোর্ট এবং মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে।

তিনি বলেন, গত ৬ বছরে বাংলাদেশের প্রকল্প বাস্তবায়ণ ক্যপাসিটি অনেক উন্নতি হয়েছে। বিশ্বব্যাংকের দেওয়া সাপোর্টও দক্ষতার সঙ্গে ব্যবহার করছে। চলমান ৩ বছরে বাংলাদেশকে ৪.৪ বিলিয়ণ ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক।

আজকের বাজার:এলকে/১৭ জানুয়ারি ২০১৮