বাংলাদেশ পুলিশ ও বিএফআইইউ-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর মধ্যে তথ্য বিনিয়ম সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান ২৯ ডিসেম্বর ২০১৯ সকাল ১১.৩০ ঘটিকায় সিআইডি হেডকোয়ার্টার্স, মালিবাগ, ঢাকা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের পক্ষে সিআইডি প্রধান ও অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর পক্ষে প্রধান কর্মকর্তা জনাব আবু হেনা মোহাঃ রাজী হাসান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় সিআইডি ও বিএফআইইউ এর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিএফআইইউ এবং বাংলাদেশ পুলিশ মানিলন্ডারিং, সন্ত্রাস ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন সংক্রান্ত অপরাধ দমনে প্রতিনিয়তই নিবিড়ভাবে একে অপরের সাথে কাজ করে যাচ্ছে। সমঝোতা স্মারকটি স্বাক্ষরের ফলে তথ্য বিনিময় প্রক্রিয়াটি একটি প্রাতিষ্ঠানিক রূপ পাবে মর্মে উভয় প্রতিষ্ঠানের প্রধানগণ মতামত ব্যক্ত করেন এবং ভবিষ্যতে আরো সক্রিয়ভাবে একে অপরের কাজে সহায়তার অঙ্গীকার ঘোষণা করেন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক জনাব মোঃ সাইফুজ্জামান ও তার দুই মেয়ের অকাল প্রয়াণে ১(এক) মিনিট নিরবতা পালন করা হয়।