বাংলাদেশ ব্যাংকে আগুনের ঘটনায় জিডি

বাংলাদেশ ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

অগ্নিকাণ্ডের  ঘটনায় ২৪ মার্চ,  শুক্রবার সকালে  রাজধানীর মতিঝিল থানায় ওই জিডি করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক নুরুল হক।

জিডিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পর তারা ঘটনাস্থলে এসে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষয়ক্ষতির পরিমাণ বা কীভাবে আগুন লেগেছে- তার উল্লেখ নেই এ জিডিতে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা ২০ মিনিটের দিকে কেন্দ্রীয় ব্যাংকের ৩১ তলা ভবনের ১৩ তলায় বৈদেশিক মুদ্রা বিভাগে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।