বাজল যুব গেমসের ঘণ্টা

‘চল যাই এক সাথে ঘরের বাহিরে’— আসন্ন যুব বাংলাদেশ গেমসের থিম সং। তারুণ্যের প্রতীক ব্যাঘ্র শাবক ‘তেজস্বী’ গেমসের মাসকট। গতকাল জমকালো আয়োজনে এ গেমসের লোগো, মাসকট ও থিম সংয়ের মোড়ক উন্মোচিত হলো। কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত অনুষ্ঠান দিয়েই বাজল যুব গেমসের ঘণ্টাধ্বনি।
‘যুব গেমস আয়োজনের স্বপ্ন ছিল। স্বপ্ন বাস্তবায়নে অনেককে এ আসরের সঙ্গে যুক্ত করতে হয়েছে’— গতকাল বলছিলেন গেমসের আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। গত এপ্রিলে দ্বিতীয় মেয়াদে বিওএ মহাসচিব নির্বাচিত হওয়ার পর যুব বাংলাদেশ গেমস আয়োজনের ঘোষণা দেন বিওএ মহাসচিবই।
২১ ডিসিপ্লিন নিয়ে শুরু হচ্ছে এবারের আয়োজন। আগামী ১৮ ডিসেম্বর একযোগে ৬৪ জেলায় শুরু হচ্ছে আসরটির তৃণমূল কার্যক্রম। সাতদিন চলবে জেলা পর্যায়ের প্রতিযোগিতা। এ লক্ষ্যে এরই মধ্যে উপজেলা পর্যায়ে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
পরবর্তীতে বিভাগীয় পর্যায় শুরু হবে ৬ জানুয়ারি। ১০ দিন চলবে এ পর্যায়ের প্রতিযোগিতা। ৯ মার্চ শুরু হবে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়— প্রতিটি ধাপে সেরা ক্রীড়াবিদদের নিয়ে দল গঠন করবে আয়োজক বিওএ। বিভিন্ন ডিসিপ্লিনে উদীয়মান প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি করতেই এ উদ্যেগ নেয়া হয়েছে।
মাসকট, লোগো ও থিম সংয়ের সিডির মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে ২১ ডিসিপ্লিনের পরিচিতিও হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, যুব ও ক্রীড়াবিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, বিমানবাহিনী প্রধান ও হকি ফেডারেশন সভাপতি এয়ার চিফ মার্শাল আবু এসরার ও নৌবাহিনী প্রধান এবং সাঁতার ফেডারেশন সভাপতি অ্যাডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ।
দীর্ঘ এক যুগের বন্ধ্যত্ব ঘুচিয়ে ২০১৩ সালে বাংলাদেশ গেমস আয়োজন করে বিওএর বিগত কমিটি। ওই গেমস শেষেই যুব গেমসের গুঞ্জন শোনা যাচ্ছিল। এপ্রিলে আসে চূড়ান্ত ঘোষণা। এবার তার বাস্তবায়নের পালা। এজন্য প্রাথমিকভাবে ১৫ কোটি টাকার বাজেট নিয়ে নেমেছেন আয়োজকরা। এ সম্পর্কে বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেছেন, ‘আমরা প্রাথমিকভাবে ১৫ কোটি টাকার বাজেট নিয়ে নামছি। প্রয়োজন হলে অংকটা বড় হতে পারে, আবার কমতেও পারে।’ মহাসচিব জানান, ‘যুব গেমসে প্রতিটি জেলা দলকে অন্তত পাঁচ ডিসিপ্লিনে অংশগ্রহণ করতে হবে।’
গেমসে অংশগ্রহণকারী অ্যাথলিটদের যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করবে বিওএ। এছাড়া সেরাদের জন্য থাকছে প্রণোদনা ও সম্মাননাপত্র। অনূর্ধ্ব-১৭ বয়স বিভাগে খেলা হবে।
আজকের বাজার: সালি / ৩০ অক্টোবর ২০১৭