বাজেটে বিদ্যুত ও জ্বালানি খাতে বরাদ্দ ২৬ হাজার ৭৫৮ কোটি টাকা

দেশের বিদ্যুত ও জ্বালানি খাত ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ২৬ হাজার ৭৫৮ কোটি টাকা বরাদ্দ পেয়েছে।

জাতীয় সংসদে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট উত্থাপন করেন।

আগামী অর্থবছরের জন্য এই খাত গত অর্থবছরের তুলনায় ১ হাজার ২৯৩ কোটি টাকা কম বরাদ্দ পেয়েছে। গত অর্থবছরে এই খাতের জন্য বরাদ্দ ছিল ২৮ হাজার ৫১ কোটি টাকা।

২০২০-২১ অর্থবছরের বরাদ্দের টাকা বিদ্যুত বিভাগ পাবে ২৪ হাজার ৮৫৩ কোটি ৩০ লাখ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ পাবে ১ হাজার ৯০৫ কোটি ২৯ লাখ টাকা।

জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। তিনি বিকাল ৩টা ৪ মিনিটে বাজেট তুলে ধরা শুরু করেন। অর্থমন্ত্রী মুস্তফা কামালের এটি দ্বিতীয় বাজেট।

এর আগে আজ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।