বাড়ির চিলেকোঠায় ভিনগ্রহের প্রাণী!

সাদা ফ্যাকাশে শরীরে শুধু জ্বল জ্বল করছে কালো কুচকুচে দু’টো চোখ। বাড়ির চিলেকোঠায় ওরা কারা? ভূত নাকি ভিনগ্রহের প্রাণী!

সম্প্রতি টুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় ইতিমধ্যেই ১ কোটি ২৫ লক্ষেরও (১২.৩ মিলিয়ন) বেশি ভিউ জমা হয়েছে আর ১ লক্ষেরও বেশি শেয়ার (রিটুইট) হয়েছে।

জানা গিয়েছে, এই ভিডিয়োটি বছর দুয়েক আগে অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমের একটি নির্মীয়মান বাড়িতে তোলা হয়েছিল। দু’বছর পর ফের কোনও ভাবে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। ভিডিয়োতে যে অদ্ভুত-দর্শন জীব ধরা পড়েছে, সেগুলি আসলে দু’টি প্যাঁচার ছানা। চোখে আলো পড়ায় জড়োসড় হয়ে গিয়েছে। আই এমন অদ্ভুত দেখতে লাগছে।

ভিডিয়োটি দেখে অনেকেই অবশ্য এই দু’টি প্রাণীর পান পাতার মতো মুখ দেখে এগুলিকে প্যাঁচা বলে জানিয়ে দিয়েছেন নিজেদের কমেন্টে। সুতরাং, ক্যামেরায় ধরা পড়া বাড়ির চিলেকোঠায় থাকা ওই অদ্ভুত-দর্শন জীবগুলি কোনও এলিয়ান বা ভূত নয়, দু’টি প্যাঁচার ছানা।