বিআইডব্লিউটিএ প্রকৌশলীসহ ৩ জনের সম্পদের হিসাব চেয়েছে দুদক

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অতিরিক্তি প্রধান প্রকৌশলী মো. ছাইদুর রহমানসহ তিনজনের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক আখতার হোসেন আজাদ স্বাক্ষরিত আলাদা নোটিশে এসব দেয়া হয়েছে।

বিআইডব্লিউটিএ অতিরিক্তি প্রধান প্রকৌশলী মো. ছাইদুর রহমান ছাড়াও যাদেরকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয়া হয়েছে তারা হলেন- মো. ছাইদুর রহমানের স্ত্রী শামীমা আক্তার ও তিতাসের সাবেক ম্যানেজার মো. শহীদুল ইসলাম।

নোটিশে বলা হয়,  দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫নং আইন) এর ধারা ২৬ এর উপ-ধারা (১) অর্পিত ক্ষমতাবলে তাদেরকে নিজের ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী এই আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে দুদক প্রেরিত ছকে দাখিল করতে নির্দেশ দেয়া যাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে দুদক আইনের ধারা ২৬ উপ-ধারা (২) মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।