বিএনপি হেরে গেলেই বলে সুষ্ঠ নির্বাচন হয়নি: সেতুমন্ত্রী

ওবায়দুল কাদের বলেছেন, হেরে গেলেই বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করে। কারচুপি, সুষ্ঠ নির্বাচন হয়নি এসব ভাঙা রেকর্ড তারা বাজায়।

শনিবার (১৯ মে) সকালে গাজীপুরের কালিয়াকৈরের সূত্রাপুর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট নিরসনকল্পে করণীয় বিষয়ে সড়ক বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি না আসলেও নির্বাচন হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদে এবার তারা সরকারকে ফেলতে পারবে না। আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে।

তিনি বলেন, ঈদের ৩ দিন আগে থেকে মহাসড়কে সব রকমের ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলা নিষেধ। তবে পচনশীল দ্রব্য, গার্মেন্টস ও ঔষুধ বহনকারী যানবাহন এ নির্দেশনার বাইরে থাকবে।
আগামী ৮ তারিখের মধ্যে রাস্তার সব ধরনের মেরামতের কাজ শেষ করে সেটি সচল রাখার দায়িত্ব ইঞ্জিনিয়ারদের দেয়া হয়েছে। চন্দ্রার চার লেন তৈরির কাজও জুনের ৮ তারিখের মধ্যে শেষ হবে।

আজকের বাজার/আরআইএস