বিএসইসির কমিশন সভা পেছাল

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর নিয়মিত সভা পিছিয়েছে। পূর্ব ঘোষণা অনুসারে আজ  মঙ্গলবার এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভাটি আজকের পরিবর্তে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজকের সভায় নেগেটিভ ইক্যুইটি সম্পর্কিত প্রস্তাবটি অনুমোদন হতে পারে বলে বাজারে গুঞ্জন চলছিল। সে কারণে বিএসইসি-্এর অন্য সময়ের নিয়মিত সভার চেয়ে আজকের সভাকে ঘিরে বিনিয়োগকারীদের আগ্রহ ছিল অনেক বেশি।

গত রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর পক্ষ থেকে সম্প্রতি পুঁজিবাজারে ঋণাত্মক মূলধনধারী (Negative Equity) বিনিয়োগ হিসাবে শেয়ার কেনা-বেচা করার সুযোগ বাড়ানোর প্রস্তাব করা হয়। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়শনের (ডিবিএ) অনুরোধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে এ প্রস্তাব দেওয়া হয়। গত রোববার বিএসইসিতে এই প্রস্তাব পাঠানো হয়।

সুত্র: অর্থসূচক