বিদ্যুতের দাম আরেকদফা বাড়লো

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) খুচরা বিদ্যুতের দাম খুচরা পর্যায়ে ৫.৩ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ৮.৪ শতাংশ বাড়িয়েছে।

নতুন দাম ১ মার্চ থেকে কার্যকর হবে বলে বৃহস্পতিবার বিইআরসি চেয়ারম্যান মনোয়ার ইসলাম তার কার্যালয়ে ঘোষণা দেন।

বিদ্যুতের খুচরা মূল্য প্রতি কিলোওয়াট ঘণ্টা ৬.৭৭ টাকা ইউনিট থেকে বাড়িয়ে ৭.১৩ টাকা এবং পাইকারি পর্যায়ে ৪.৭৭ টাকা থেকে বাড়িয়ে ৫.১৭ টাকা করা হয়েছে।

রাজধানীর ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) অডিটোরিয়ামে ২০১৯ সালের ২৮ নভেম্বর থেকে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর শুনানি শুরু হয়।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ইস্যুতে ওই গণশুনানি করে।

শুনানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি বিদ্যুতের দাম ২৩ দশমিক ২৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছিল। তার বিপরীতে কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি ১৯ দশমিক ৫০ শতাংশ বাড়ানোর প্রয়োজন বলে মন্তব্য করে।

আজকের বাজার/এমএইচ