বিমানবন্দরের নিহত যুবক ‘আত্মঘাতী হামলাকারী’

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুলিশ বক্সের চেকপোস্টের সামনে বিস্ফোরণের ঘটনায় নিহত যুবক ‘আত্মঘাতী হামলাকারী’ ছিল বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ। শুক্রবার (২৪ মার্চ) রাতে বিমানবন্দরের মূল সড়কের বিপরীত দিকে ট্রাফিক পুলিশ বক্সের চেকপোস্টের সামনে এ ঘটনা ঘটে।

অজ্ঞাত ওই যুবকের ময়না তদন্ত শেষে তিনি শনিবার (২৫ মার্চ) দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন। শনিবার বেলা ১২টার দিকে ময়নাতদন্ত শুরু হয়ে ১২টা ৪০ মিনিটে শেষ হয়। ময়না তদন্তকারী টিমের প্রধান ডা. সোহেল মাহমুদ আরও জানিয়েছেন, ‘নিহতের শরীর থেকে ৫৪ ইঞ্চি দুটি তারর টুকরা পাওয়া গেছে। একটি তার শরীর থেকে হাত পর্যন্ত রেগুলেটরের মত কোনো কিছুর সঙ্গে সংযুক্ত ছিল। ধারণা করা হচ্ছে, তার শরীরের পেছনের দিকে বোমা বাধা থাকতে পারে। আলামত দেখে মনে হচ্ছে এটি আত্মঘাতি বোমা হামলা।’

ময়নাতদন্ত সম্পর্কে তিনি বলেন, ‘তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে ময়নাতদন্তটি সম্পন্ন করা হয়েছে। মেডিকেল বোর্ডের আর সদস্যরা হলেন, প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস ও প্রভাষক কবীর সোহেল। নিহতের পিঠের মাঝখান থেকে সমস্ত দেহই ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। যেহেতু লাশটি আমরা অজ্ঞাত হিসেবে পেয়েছি তাই পরিচয় শনাক্তে জন্য চুল ও দাত সংরক্ষণ করা হয়েছে। এছাড়া মৃত্যুর আগে শক্তিবর্ধক কোনো ঔষধ সেবন করেছিল কি না তা জানতে ইউরিন ও রক্ত সংরক্ষণ করা হয়েছে। নিহতের ভিসেরাও সংরক্ষণ করা হয়েছে।’

এর আগে ওই ঘটনার পর শুক্রবার রাতে (২৪ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বিমানবন্দরের পুলিশ বক্সের চেকপোস্টের সামনে বিস্ফোরণের ঘটনাটি আত্মঘাতী নয় বলে দাবি করেছেন।

ওই সময় তিনি জানান, অতিসতর্কতা অবলম্বন করতে গিয়ে নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায় নিহত হয় ওই যুবক।