বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে শোভাযাত্রা ও বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত

থাইরয়েড টাস্কফোর্স, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইট আয়োজিত বিশ্ব থাইরয়েড দিবস ২০২৩ উপলক্ষে সচেতনতামূলক শোভাযাত্রা এবং বৈজ্ঞানিক সম্মেলন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর ডাক্তার মিলন হলে ২৫ মে তারিখে সফলভাবে সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার মোঃ শারফুদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন এবং বেলা ১২ টায় স্বাগত বক্তব্য রাখার মাধ্যমে বৈজ্ঞানিক সম্মেলনের কার্যক্রম উদ্বোধন করেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ডা: শাহজাদা সেলিম, কো-অর্ডিনেটর, থাইরয়েড টাস্কফোর্স এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি
এরপর ডা: এস এম মহিউদ্দিন, সহকারী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ প্রথম বক্তা হিসেবে বৈজ্ঞানিক সম্মেলনে বাংলাদেশের থাইরয়েড রোগের নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা সকলের সামনে ব্যক্ত করেন।

এরপর অনুষ্ঠানে দ্বিতীয় বক্তা হিসেবে ডা; মারুফা মুস্তারি, সহকারী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং মেম্বার সেক্রেটারি বিইএস তিনি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি কর্তৃক গর্ভাবস্থায় ডায়াবেটিস রোগ ব্যবস্থাপনা বিষয়ক গাইডলাইন এর নানা গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানে প্যানেল অফ এক্সপার্ট হিসেবে ছিলেন অধ্যাপক ডা: মোঃ আবুল কালাম আজাদ, চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ ইন্টারনাল মেডিসিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অধ্যাপক মোঃ হাফিজুর রহমান সিনিয়র কনসালটেন্ট ইউনাইটেড হসপিটাল লিমিটেড, এবং প্রেসিডেন্ট ইলেক ইলেক্ট বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি অধ্যাপক মোঃ ফিরোজ আমিন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বারডেম অধ্যাপক ডা: রেজাউল করিম কাজল, গাইনি এন্ড অবস বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ডা: রোবেদ আমীন, লাইন ডিরেক্টর, নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ স্বাস্থ্য অধিদপ্তর অধ্যাপক ডা: ফৌজিয়া মোসলেম, সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ সভায় উপস্থিত প্যানেল অফ এক্সপার্টগণ চিকিৎসকদের নানা ধরনের প্রশ্ন-উত্তর পর্বে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ডা: ফারিয়া আফসানা, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বারডেম এবং সহ-সভাপতি, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ এন্ড্রোক্রাইন সোসাইটির সভাপতি অধ্যাপক এস এম আশরাফুজ্জামান, যিনি এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এবং রিসার্চ ইনস্টিটিউট এ কর্মরত আছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা: ফারহানা আফরোজ, কনসালটেন্ট (মেডিসিন এবং ইন্ডোক্রিনোলজি), ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক।