বিয়েতে ৫০০ লোকের সমাগম, ভ্রাম্যমাণ আদালত দেখে পালাল সবাই!

যশোরের মণিরামপুরে বিয়েতে ৫০০ লোক সমাগমের অভিযোগ উঠেছে কনে পক্ষের বিরুদ্ধে। রবিবার বিকালে খাওয়ার আয়োজনের সময় ম্যাজিস্ট্রেট ও পুলিশ দেখে বর-কনেসহ প্লেটের খাবার রেখে পালিয়ে যায় অতিথিরাও। জানা যায়, চন্ডিপুর গ্রামের মোশারেফ হোসেনের মেয়ের সাথে একই উপজেলার ঝাঁপা গ্রামের আশিকুর রহমানের সাথে কয়েকদিন আগে বিয়ে হয়।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিয়ের আয়োজন নিষেধ থাকলেও কোনো প্রকার অনুমতি ছাড়াই দাওয়াত দিয়ে ৫০০ লোক সমাগম করেন কনের পিতা। বরপক্ষ ৮-১০টি মাইক্রোবাস নিয়ে অনুষ্ঠানে হাজির হন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান পুলিশ নিয়ে বিকালে ঘটনাস্থলে হাজির হন।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্জ সহকারী সার্ভেয়ার আব্দুল মান্নান জানান, আদালত দেখে বর-কনে, অতিথি এবং কনের স্বজনরা পালিয়ে যান।বর পক্ষের অতিথি সাহাবুর রহমান বলেন, আমরা অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য বাড়ি থেকে রওনা হই। পথিমধ্যে খবর পাই অনুষ্ঠানে পুলিশ উপস্থিত হয়েছে। তখন বাড়ি ফিরে যাই। ‘আগেই বিয়ে হয়ে গিয়েছিল। মেয়ে তুলে দেয়ার জন্য ছোট করে আয়োজন চলছিল,’ তিনি যোগ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার সাইয়েমা হাসান বলেন, চন্ডিপুর গ্রামে বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে ৫০০ লোক সমাগমের খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হই। আমাদের দেখে বর-কনেসহ সবাই পালিয়ে যায়। কাউকে পাওয়া যায়নি। সূত্র-ইউএনবি

আজকের বাজার/শারমিন আক্তার