বেতন-ভাতা আদায়ের দাবিতে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি

বকেয়া বেতন-ভাতা আদায়ের দাবিতে রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচি পালন করছেন।

বুধবার (২৩ মে) সকাল ১০টা থেকে মেডিকেল কলেজের প্রধান ফটক বন্ধ করে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করেন তাঁরা।

আন্দোলনকারীরা বলছেন, তিন মাস ধরে তাঁদের বেতন-ভাতা দেওয়া হচ্ছে না। বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাঁদের।

হাসপাতালটির জ্যেষ্ঠ নার্স মৌসুমী খাতুন বলছিলেন, তাঁর পাঁচ মাসের বেতন বকেয়া। আগের বছরের দুই মাস ও চলতি বছরের তিন মাস মিলিয়ে পাঁচ মাসের বেতন পাননি তিনি।

আন্দোলনকারীরা বলছেন, হাসপাতালটির ৫৭৩ জন কর্মকর্তা-কর্মচারীকে তিন মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। বেতন না পেয়ে বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন তাঁরা। বকেয়া বেতনের পাশাপাশি আন্দোলনকারীরা তাঁদের বেতন মাসের ৫ তারিখের মধ্যে পরিশোধ করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালকে জাতীয়করণের দাবি জানিয়েছে হাসপাতালটির কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।

আজকের বাজার/ এমএইচ