বোয়িং স্টারলাইনার পরীক্ষা মিশন স্থগিত

বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশ ক্যাপসুল যানের মনুষ্যবিহীন পরীক্ষা মিশন স্থগিত করা হয়েছে। এ নভোযানে করে অবশেষে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে নভোচারীদের পাঠানো হচ্ছে না। সোমবার নাসা একথা জানিয়েছে। খবর এএফপি’র।
টেক্সাসে বর্তমানে নজিরবিহীন ঠান্ডার কারণে এ পরীক্ষা আরেকবার পেছানো হলো। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় এ রাজ্যে অতিমাত্রায় ঠান্ডা পড়ায় সেখানে ব্যাপক বিদ্যুত ঘাটতি দেখা দিয়েছে। এর আগে গত বছরের এপ্রিল মাসের গোড়ার দিকে এ মিশন স্থগিত করা হয়েছিল।
এ ব্যাপারে সংবাদ সম্মেলন চলাকালে নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ব্যবস্থাপক স্টিভ স্টিচ বলেন, ‘হাউস্টনে এমন আবহাওয়া পরিস্থিতির কারণে আমাদের সময় নষ্ট হচ্ছে। এক্ষেত্রে ইতোমধ্যে আমাদের প্রায় এক সপ্তাহ সময় হারাতে হয়েছে।’
এ মিশনের নতুন পরীক্ষার তারিখ নির্ধারণে বিকল্প মূল্যায়ন অব্যাহত রেখেছে নাসা।
২০১৯ সালের ডিসেম্বরে একটি প্রাথমিক পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনাকালে স্টারলাইনার ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ভিড়তে ব্যর্থ হয় এবং নির্দিষ্ট সময়ের আগেই সেটি পৃথিবীতে ফিরে আসে।