ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার ভূঁইয়া জয়ী

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনের ঘোষিত ফলাফলে স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া নির্বাচিত হয়েছেন। বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নি অফিসার মো. শাহগীর আলম এই ফলাফল ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফলে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া (কলারছড়ি) তিনি পেয়েছেন ৪৪ হাজার ৯১৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি প্রার্থী (লাঙ্গল) পেয়েছেন ৯ হাজার ৬৩৫ ভোট। এছাড়াও আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আসিফ আহমেদ স্বতন্ত্র প্রার্থী (মোটারগাড়ি) পেয়েছেন ৩ হাজার ২৬৯ ভোট এবং জাকের পার্টির জহিরুল হক জুয়েল (গোলাপ ফুল) পেয়েছেন ১ হাজার ৮১৮ ভোট। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান