ব্রিটিশ পার্লামেন্টের নতুন স্পিকার স্যার লিন্ডসে হয়েল

ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব কমন্সের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন ডেপুটি স্পিকার স্যার লিন্ডসে হয়েল।

মঙ্গলবার এমপিদের চার পর্যায়ের ভোটাভুটির পর সাত প্রার্থীর মধ্য থেকে স্পিকার হিসেবে নির্বাচিত হন তিনি।

এর আগে প্রায় এক দশক দায়িত্ব পালনের পর গত সপ্তাহে পদত্যাগ করেন সাবেক স্পিকার জন বার্কো।

যুক্তরাজ্যের আইন অনুযায়ী স্পিকারকে নির্দলীয় হওয়ার বাধ্যবাধকতার কারণে দায়িত্ব পালনের আগেই লেবার পার্টি থেকে পদত্যাগ করতে হবে স্যার লিন্ডসে হয়েলকে। ব্রেক্সিট ইস্যুতে এমপিরা কোন কোন সংশোধনীতে ভোটাভুটি করতে পারবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রয়েছে স্পিকারের।

ভোটের আগে ৬২ বছর বয়সী এই রাজনীতিবিদ বক্তব্য রাখেন। তিনি বলেন, আমরা যখন বক্তৃতা করতে আসি তখন আমরা সবাই এই সভায় সমান হয়ে থাকি। তিনি সংসদ সদস্যদের অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়নে প্রতিশ্রুতি দেন। তথ্য-বিবিসি

আজকের বাজার/এমএইচ