ভারতীয় ১২ জেলেকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের

 

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় উপকূল রক্ষাকারী বাহিনী কোস্টগার্ডের হাতে আটক ভারতীয় ১২ জেলেকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রবিবার ভারতীয় ওই জেলেদের বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আসাদুল ইসলাম তাদেরকে কারগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় একটি ট্রলারসহ ভারতীয় ওই ১২ জেলেকে আটক করে কোস্টগার্ড। পরে রবিবার মোংলা থানা পুলিশ ওই জেলেদের বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে বলে জানান আদালতের ইন্সেপেক্টর দিলিপ কুমার সরকার। মোংলা থানার উপপরিদর্শক(এসআই)মো.জাহাঙ্গীর আলম জানান, আটক ভারতীয় ১২ জেলেকে কোস্টগার্ড সদস্যরা শনিবার মোংলা থানায় সোপর্দ করে এবং তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। আটক জেলেরা ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান