ভারতে আরও ৮৩ হাজার করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১০৮৫

ভারতে নতুন করে ৮৩ হাজার করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার মধ্য দিয়ে এ সংখ্যা এখন ৫৬ লাখ ছাড়িয়েছে।

বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় যে এক দিনে আরও ১ হাজার ৮৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে এ সংখ্যা পৌঁছেছে ৯০ হাজার ২০ জনে, খবর এপি।

ভারত কয়েক সপ্তাহের মধ্যে করোনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে প্রায় ৬৯ লাখ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

তবে, গত সপ্তাহে ভারতে কিছুটা উন্নতি দেখা গেছে। ১৬ সেপ্টেম্বর এক দিনে রেকর্ড ৯৭ হাজার ৮৯৪ জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর তা ক্রমে হ্রাস পাচ্ছে।

এদিকে, মঙ্গলবার ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের (আইসিএমআর) মহাপরিচালক বলরাম ভার্গাভা বলেছেন, কমপক্ষে ৫০ শতাংশ কার্যকারিতাযুক্ত টিকা করোনভাইরাসের বিরুদ্ধে ব্যবহারের জন্য অনুমোদন দেয়া হবে।

ভার্গাভা সাংবাদিকদের জানান, টিকার ৫০ শতাংশ কার্যকারিতা থাকা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত মানদণ্ড। শ্বাসজনিত রোগের কোনো টিকা শতভাগ কার্যকর নয়।