ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে

ভারতে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সোমবার ৬০ লাখের মাইলফলক ছাড়িয়ে গেছে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম এ দেশে কোভিড-১৯ দ্রুত গতিতে বেড়ে চলার মধ্যেই সরকারি পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভারতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৬১ লাখে দাঁড়িয়েছে। দেশটিতে প্রতিদিন হাজার হাজার মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতের করোনায় আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে। এ ভাইরাসে দেশটির মৃতের সংখ্যাও বেড়ে একেবারে লাখের কাছাকাছি চলে গেছে।