ভারতে রেশন বিতরণ নিয়ে পুলিশ জনতার সংঘর্ষ

করোনার প্রকোপ রুখতে ভারত ব্যাপী লকডাউন চলছে। এরই মধ্যে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় রেশন বিতরণ (Distribution of Ration) নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয় জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে। জনতার অভিযোগ, রেশন বিতরণে পক্ষপাতিত্ব দেখানো হচ্ছে। তারা রাস্তা অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় জনতার। পুলিশ বলপ্রয়োগ করে ক্ষুব্ধ জনতাকে সরিয়ে দেয়। এএনআই-এর এক ভিডিওয় পুলিশকে এক মহিলার উপরে বলপ্রয়োগ করতে দেখা গিয়েছে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে সম্প্রতি করোনা সংক্রমণের ঘটনা দ্রুত বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত রাজ্যে করোনার সংক্রমণের ৪২৩টি ঘটনা পাওয়া গেছে। এর মধ্যে ৭৩ জনকে চিকিৎসার পরে অব্যাহতি দেওয়া হয়েছে। ১৫ জন মারা গেছেন। ৩৩৫ জন রোগীর চিকিৎসা চলছে।