ভেজাল সার বিক্রি করলে দুই বছরের কারাদণ্ড, জরিমানা ৫ লাখ টাকা

ফাইল ছবি

ভেজাল সার বিক্রি করলে ২ বছরের জন্য কারাভোগ করতে হবে বা জরিমানা গুনতে হবে ৫ লাখ টাকা। অথবা উভয় দণ্ডেই দণ্ডিত হতে হবে। এমন বিধান রেখেই নতুন আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘সার ব্যবস্থাপনা সংশোধন আইন ২০১৮’এর খসড়া অনুমোদিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, আইনের ৮ (১) ধারা লঙ্ঘনে বা ভেজাল সার বিক্রিতে ৬ মাসের সশ্রম কারাদণ্ড বা অনধিক ৩০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড ছিল। সেখানে ২ বছরের সশ্রম কারাদণ্ড বা অনধিক ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড প্রস্তাব করা হয়েছে।

এছাড়া আইনে জাতীয় সার প্রমিতকরণ কমিটিকে ১৫ সদস্য থেকে ১৭ সদস্য করা হয়েছে বলেও জানান তিনি।

“২০০৬ সালের এই আইনের সংজ্ঞায় একটি শব্দ যুক্ত করা হয়েছে তা হল ‘আবশ্যকীয় উদ্ভিদ উপাদান’, সংযোজনে পুষ্টির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। সংজ্ঞার ২ এর ২০ অনুচ্ছেদে ‘মিক্সড ফার্টিলাইজার’ পরিবর্তন করে ‘সুষম সার’ করা হয়েছে বা ‘মিক্সড ব্যালেন্স ফার্টিলাইজার’ করা হয়েছে।”

একেএ/আরএম