মাগুরায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে বাই সাইকেল বিতরণ

মাগুরা সদর উপজেলার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে বসতঘর, শিক্ষার্থীদের মধ্যে বাই সাইকেল ও শিক্ষা উপ-বৃত্তি বিতরণ করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ মিলায়তনে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব বিতরণ করেন।
এ উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, ভাইস চেয়ারম্যান শেখ রিজাউল ইসলাম, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এ্যাভোকেট শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির প্রমুখ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৪ লক্ষ ১০ হাজার টাকা ব্যয়ে সদর উপজেলার এ জনগোষ্ঠীর গৃহহীন ১৫টি পরিবারের মধ্যে বসতঘর, মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র মেধাবী ছাত্রীদের ৫০টি বাই সাইকেল ও ১৫১ জন শিক্ষার্থীর হাতে ৪ লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়েছে