মাগুরায় ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রেস ব্রিফিং ও সেমিনার

‘মুজিববর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশ যান’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আজ দুপুরে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শোয়াইব আহমাদ খান। জেলা প্রশাসক আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনতী রানী দত্ত, রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম বাবলু ফকির, আদর্শ কলেজের অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস প্রমূখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিন।

যুগ্ম-সচিব শোয়াইব আহমাদ খান বলেন, বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেমিট্যান্স প্রেরণে দুইশতাংশ প্রণোদনা ঘোষনা করায় গত বছরের তুলনায় ২২ শতাংশ রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে। তিনি জানান, দক্ষ জনবল তৈরির লক্ষ্যে প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণকেন্দ্র নির্মাণের প্রকল্প গ্রহন করা হয়েছে। ইতিমধ্যে ৪০টি উপজেলায় এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয়েছে। তিনি আরও জানান, বিদেশ গমনেচ্ছুদের দক্ষকর্মি হিসেবে গড়ে তুলতে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) দেশের ৬টি আইএমটি, ৬৪টি কারিগরি কেন্দ্রে প্রশিক্ষণ প্রদান করছে এবং এসব কেন্দ্রে প্রতিবছর ৫৫টি ট্রেডে প্রায় একলাখেরও বেশি বিদেশগামী কর্মিকে প্রশিক্ষণ দেয়া হয়। ২০১৪ সাল হতে ২০১৯ সাল পর্যন্ত পাঁচলাখ ৮৩ হাজার ৭৬৮ জন দক্ষ জনবল তৈরি হয়েছে এবং তারা দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান