মাদারীপুরে করোনা পরিস্থিতি নিয়ে জরুরি সভা

জেলার করোনা পরিস্থিতি নিয়ে আজ এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী করোনাভাইরাস মোকাবেলা ও ত্রাণ কার্যক্রম সমন্বয়ের জন্য মাদারীপুর জেলার দায়িত্বরত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন। এ সময় করোনা ভাইরাসের দেশের প্রথম রোগী শনাক্ত হওয়া জেলা মাদারীপুরে রোগের সংক্রমণ, ত্রাণ বিতরণ ও স্বাস্থ্য সেবার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় ত্রাণ বিতরণে অনিয়মে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন সচিব আখতার হোসেন। পাশাপাশি করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

জরুরী সভায় অংশ নেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফন নাহার নাজিম, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জামালউদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহামন খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অনেকেই। মাদারীপুর জেলায় এখন পর্যন্ত ২৬জন করোনার রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ৫জন, শিবচরে এর সংখ্যা ১৭, কালকিনি একজন ও রাজৈর উপজেলায় ৩জন রয়েছেন। তাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১২জন, আর চিকিৎসাধীন রয়েছেন ১৩জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছে একজন মারা গেছেন। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান